Home লাইফস্টাইল মুখের দুর্গন্ধ রোধে করণীয়

মুখের দুর্গন্ধ রোধে করণীয়

মুখের দুর্গন্ধ শুধু বিরক্তিকরই নয় বরং এটি আপনার আত্মবিশ্বাসকেও কমিয়ে দেয় বহুগুণে। তবে একটু খেয়াল করলে আর সচেতন থাকলে সহজেই দূর করা যায় এই দুর্গন্ধ।

কারণ ও লক্ষণ

  • মুখের দুর্গন্ধকে বলা হয় হ্যালিটোসিস।
  • মুখে দুর্গন্ধ তৈরির অন্যতম কারণ ধূমপান,  তামাকজাতীয় দ্রব্য গ্রহণ,       মুখ ভালভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করা, মুখের শুষ্কতা,মুখের                 সংক্রমণ, দাঁতের সমস্যা, কিছু ওষুধ, কিছু খাবার (রসুন, পেঁয়াজ,             ঝালযুক্ত খাবার ইত্যাদি) ।
  • মুখে দুর্গন্ধের অন্যতম লক্ষণগুলো হল মুখের দুর্গন্ধের পাশাপাশি মুখ         শুকনো মনে হওয়া, জিহ্বায় আবরণ পড়া ।

করণীয়

  • মুখ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভালোভাবে দাঁত ব্রাশ             করলে মুখের দুর্গন্ধ দূর করা যায়।
  • নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করতে হবে। এছাড়াও  খাওয়া                    যেতে পারে সুগার ফ্রি গামও। আর অবশ্যই প্রচুর পরিমাণ পানি পান        করতে হবে।
  • রসুন ও পেঁয়াজ ইত্যাদি খাবার কাঁচা খাওয়া থেকে বিরত থাকতে হবে।