Home তথ্যপ্রযুক্তি হোয়াটসঅ্যাপে বার্তা সংরক্ষণের জন্য আসছে নতুন ফিল্টারিং সুবিধা

হোয়াটসঅ্যাপে বার্তা সংরক্ষণের জন্য আসছে নতুন ফিল্টারিং সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফিল্টারিং সুবিধা যুক্ত হচ্ছে! এই ফিল্টারের সাহায্যে আপনি মেসেজ সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনীয় মেসেজ সহজে খুঁজে পাবেন। এই ফিল্টারের মাধ্যমে আপনি মেসেজ সাজাতে পারবেন এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বার্তাগুলো পড়তে পারবেন। আপনি এই ফিল্টার ব্যবহার করে ধরন অনুযায়ী বার্তাও সাজাতে পারেন।ফিল্টারটি উন্মুক্ত করা হলে হোয়াটসঅ্যাপের আপডেটস বাটনে ট্যাপ করার পর স্ট্যাটাস অপশনের পাশে সি অল বাটন দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করলে স্ট্যাটাস ফিল্টারিং অপশনে ‘অল’, ‘রিসেন্ট’, ‘ভিউড’ এবং ‘মিউটেড’ অপশন পাওয়া যাবে। অল বাটনে ট্যাপ করলে সব কটির স্ট্যাটাস একসঙ্গে দেখা যাবে। রিসেন্ট বাটনে ট্যাপ করলে শুধু সম্প্রতি পোস্ট করা স্ট্যাটাসগুলো দেখা যাবে। ফলে দ্রুত পরিচিত সব ব্যক্তির হালনাগাদ স্ট্যাটাসগুলো দেখার সুযোগ মিলবে।