Home ভ্রমন সিকিমএর সাংলাফু লেক ঘুরে আসুন

সিকিমএর সাংলাফু লেক ঘুরে আসুন

ধর্মীয় রীতি মেনে আনুষ্ঠানিকভাবে সিকিমের মঙ্গন জেলার সাংলাফু চো (লেক) উদ্বোধন করা হয়েছে। এই লেক সমতল থেকে প্রায় ১৬,৬৭০ ফুট উঁচুতে অবস্থিত আর লাচুং-এর কাছে অবস্থিত। এটি স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা দ্বারা পরিচিত হয়েছে যেখানে তারা প্রার্থনা করতে যেতেন। এই পর্যটন কেন্দ্রে স্থানীয় মানুষের পবিত্র সেই লেকের ধারে প্রার্থনা করতে যেতেন। তবে, নিয়মিত সেখানে যাওয়ার মতো সুযোগ-সুবিধার অভাব ছিল।শহুরের কোলাহল থেকে মুক্তি পেতে শান্ত নিরিবিলি পরিবেশে কয়েকটি দিন কাটিয়ে আসতেই পারেন এই জায়গাটিতে।  সাধারণ মানুষের জন্য এই লেক খোলা হয়েছে এবং এটি ঘুরতে গেলে ব্যবহারযোগ্য প্লাস্টিক কিংবা টেট্রা প্যাক ব্যবহার করা নিষেধ। লেকের আশপাশে থুতু ফেলা একেবারেই নিষেধ।

সিকিমের উত্তর পূর্ব অংশে ৬ হাজার ২২৪ মিটার উচ্চতায় রয়েছে সাংলাফু পিক, যার উৎস মূলত তিস্তা নদী। এই লেকের ঠিক বিপরীতে রয়েছে গুরুদংমারের মূল সামিট। দক্ষিণ দিকে রয়েছে লাচুং লেক।