Home লাইফস্টাইল ইতালীয়খরচ বাঁচানোর এই ৭ উপায় জেনে নিন

ইতালীয়খরচ বাঁচানোর এই ৭ উপায় জেনে নিন

ইতালীয়রা জীবনযাপনের খরচ কমানোর জন্য যে সাতটি উপায় অবলম্বন করে থাকেন, সেগুলো হলো:

বাড়তি খাবার না কেনা: প্রয়োজনের চেয়ে বেশি খাবার না কেনা এবং মজুদ না রাখা।
মৌসুমের ফল, সবজি মৌসুমেই খাওয়া: মৌসুমভিত্তিক ফল ও সবজি খাওয়া যা টাটকা এবং ভেজালমুক্ত থাকে।
খাবার বাড়িতেই তৈরি করা: বাইরের খাবারের উপর নির্ভরতা কমিয়ে বাড়িতে খাবার তৈরি করা।
পোশাক হস্তান্তর করে পরা: নবজাতক বা বয়সী শিশুদের জন্য বয়সে বড় শিশুদের পোশাক পরানো।
শখের কেনাকাটা একেবারেই নয়: অপ্রয়োজনীয় শপিং এড়িয়ে চলা।
গাড়ির পেছনে খরচ নয়: বিলাসবহুল গাড়ির পরিবর্তে পুরোনো ক্লাসিক মডেলের গাড়ি ব্যবহার করা।
ক্রেডিট কার্ডের খরচ নিয়ন্ত্রণে রাখা: ব্যাংক ব্যালেন্সের সাথে সামঞ্জস্য রেখে ক্রেডিট কার্ড ব্যবহার করা।
এই উপায়গুলো অনুসরণ করে ইতালীয়রা তাদের জীবনযাপনের খরচ কমিয়ে থাকেন। এগুলো অন্যান্য দেশের মানুষের জন্যও অনুসরণীয় হতে পারে।