Home আন্তর্জাতিক হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতির জন্য আর কোনও ছাড় দেবে না

হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতির জন্য আর কোনও ছাড় দেবে না

হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন প্রস্তাব গ্রহণ করেছে। এ প্রস্তাবে যুদ্ধে এক সপ্তাহের বিরতি এবং কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়া হবে, যারা হামাসের হাতে বন্দী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের গৃহীত প্রস্তাবটি “ইসরায়েলের মৌলিক শর্তগুলো থেকে অনেক দূরে”, তবে আলোচনা অব্যাহত থাকবে। এর আগে রাফাহ শহরের কিছু অংশ খালি করার জন্য ফিলিস্তিনিদের সতর্ক করার পর ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়। দীর্ঘদিন ধরেই হামাসের দখলকৃত দক্ষিণের শহরটিতে আক্রমণের হুমকি দিয়ে আসছিলো ইসরায়েল। মনে করা হয়, শহরের কয়েক হাজার বাসিন্দা ইসরায়েলের এই অভিযানের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সোমবার অনেককে নানা যানবাহনে কিংবা গাধার গাড়িতে উঠতেও দেখা গেছে। ইসরায়েলি বিমান হামলার পর রাফাহ শহরের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার আদেশকে একটি “বিপজ্জনক তীব্রতাবৃদ্ধি” বলে অভিহিত করেছেন একজন হামাস কর্মকর্তা।