Home তথ্যপ্রযুক্তি কৃত্রিম গর্ভ তৈরি, ভেড়ার উপর সফল পরীক্ষা

কৃত্রিম গর্ভ তৈরি, ভেড়ার উপর সফল পরীক্ষা

একটি কৃত্রিম গর্ভ তৈরির দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। ভবিষ্যতে ‘প্রিম্যাচিউর’ বা অকালে জন্ম নেয়া শিশুদের বাঁচিয়ে রাখতেই এই গর্ভ ব্যবহার করা হবে বলেও জানান তারা। তাদের এই গবেষণা প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী ন্যাচার কমিউনিকেশনস।

এই কৃত্রিম গর্ভ যেটিকে ‘অতিরিক্ত-জরায়ু সহায়তা’ যন্ত্র নাম দেয়া হয়েছে। এটি অনেকটা মাতৃগর্ভেও মতোই হবে। মায়ের গর্ভে যে অবস্থা থাকে কৃত্রিম এই গর্ভেও একই উষ্ণতা থাকবে বলে তারা জানিয়েছে।

গবেষকরা বলছেন, তাদের উদ্দেশ্য হলো প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা। এই যন্ত্রটি মূলত একটি প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড। এটার ভেতরের পরিবেশ অনেকটা জরায়ুর ভেতরের পরিবেশের মতো।

ইতিমধ্যে এই ‘অতিরিক্ত-জরায়ু সহায়তা’ যন্ত্র ভেড়ার ওপর পরীক্ষা চালানো হয়েছে এবং এতে সাফল্য পাওয়া গেছে।

Creating an artificial womb,Successful tests on the sheep

আগামী কয়েক বছরের মধ্যেই অকালে জন্ম নেওয়া শিশুদের বাঁচিয়ে রাখতে এ কৃত্রিম গর্ভ মানবদেহে ব্যবহার করা যাবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।