Home স্বাস্থ্য ও চিকিৎসা গরমে র‍্যাশ বা চুলকানি থেকে মুক্তি পেতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

গরমে র‍্যাশ বা চুলকানি থেকে মুক্তি পেতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

গরমে র‍্যাশ বা চুলকানি থেকে মুক্তি পেতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আছে।গ্রীষ্মকালে অসহনীয় গরমের সঙ্গে ঘাম ও ঘামাচির যন্ত্রণা যেমন বাড়ে তেমনি বাড়ে ত্বকে র‍্যাশ বা চুলকানির সমস্যাও।

ত্বকে শুকনো রাখুন: গোসলের পর বা যে কোনো কারণে ঘামে শরীর ভিজে গেলে দ্রুত তা তোয়ালে দিয়ে মুছে নিন।
নিয়মিত পোশাক পরিচ্ছন্ন রাখুন: কাপড় ধোয়ার পর ডেটল পানিতে তা জীবাণুমুক্ত করে নিতে পারেন। ত্বকের সুরক্ষায় কাপড়ে প্রাধান্য দিন সুতি বস্ত্রকে.
পোশাকের সঙ্গে চামড়ার অধিক ঘর্ষণ এড়িয়ে নিন: আঁটসাঁট পোশাক পরার পরিবর্তে ঢিলেঢালা পোশাককে বেছে নিন.
হাত পায়ের নখ ছোট রাখুন: বড় নখে জীবাণুর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায়।
সংক্রমণের ঝুঁকি থেকে বিরত থাকুন: ত্বকের যেকোনো সংক্রমণে ত্বকে ক্রিম, লোশন বা যে কোনো প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকুন।
এই উপায়গুলি মেনে চললে গরমে র‍্যাশ বা চুলকানি থেকে মুক্তি পাবেন।