Home লাইফস্টাইল চুল পড়া রোধে পেয়ারা পাতার রস

চুল পড়া রোধে পেয়ারা পাতার রস

আমাদের শরীরের জন্য বেশ উপকারী পেয়ারা ।আর  চুল পড়া কমাতে যথেষ্ট কার্যকরী উপাদান হল পেয়ারা পাতার রস। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতার রস করে চুলে লাগালে চুল পড়া তো কমবেই সাথে চুল হবে মসৃণ ও ঝকঝকে।

পেয়ারা পাতায় রয়েছে ভিটামিন বি এবং মিনারেল। ভিটামিন বি চুলকে স্বাস্থ্যকর করে তোলে আর এতে থাকা ভিটামিন বি-২ নষ্ট হয়ে যাওয়া হেয়ার রুটের কোষ মেরামত করে চুলকে করে তোলে মসৃণ।তবে পেয়ারার পাতার রস সরাসরি চুলের গোড়ায় না দেয়াই ভালো।


ব্যবহার বিধি

এক লিটার পানিতে অনেকগুলো পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে  ১৫ থেকে ২০ মিনিট ফুটিয়ে নিন।এতে পেয়ারা পাতার সব গুণাগুণ পানিতে চলে আসবে।

এরপর সেটি ঠাণ্ডা করে ছেঁকে ভরে রাখতে পারেন একটা বোতলে । রোজ গোসলের কিছু আগে চুলের গোড়া এবং পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। কয়েক মাসের মধ্যে নিজেই বুঝতে পারবেন কার্যকারিতা।