Home লাইফস্টাইল মেহেদির নকশা কেমন হবে এই ঈদে

মেহেদির নকশা কেমন হবে এই ঈদে

মেহেদির নকশা কেমন হবে এই ঈদে BanglarShomoy

ঈদুল ফিতরকে সামনে রেখে দেখে নেওয়া যাক হাতে মেহেদির নকশা। মেয়েদের হাতে মেহেদি পরাটা যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। পুরুষেরাও ঘরের নারীদের সঙ্গে যোগ দেন মেহেদি উৎসবে। ডিজিটাল যুগে এখন ঘরে বসে ইন্টারনেটের মধ্যমে সকল প্রকার নকশা পছন্দ করে তা দিলেই হবে।মেহেদির নকশার নানা রকমফের থাকলেও এখনো অ্যারাবিক আর মিসরীয় স্টিকই সবচেয়ে বেশি জনপ্রিয়।তবে মিনিমালিস্টিক চলের ভেতরেও কেউ কেউ চলতি ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে হাত, পা ভরে মেহেদি পরতে ভালোবাসেন।ঈদের উৎসবেও পায়ে মেহেদি পরার চল আছে। তবে পায়ে মিনিমাল মেহেদি দিলেই ভালো দেখাবে। পায়ে মেহেদি দেওয়ার আগে পেডিকিওর করে নেওয়া ভালো।সময়ের সাথে সাথে মানুষের রুচির ও পরিবর্তন দেখা যায়।