Home লাইফস্টাইল ব্রণ ও কালো দাগ দূর করার একটি সহজ উপায়

ব্রণ ও কালো দাগ দূর করার একটি সহজ উপায়

ব্রণ ও কালো দাগ দূর করার একটি সহজ উপায়

ত্বকে হঠাৎ করে ত্বকে কোন ব্রণ অথবা কালো দাগ দেখলে অনেকে চিন্তায় রাতের ঘুম হারাম করে ফেলেন। অনেকে আবার ব্রণ দূর করার জন্য বাজারের রাসায়নিক পণ্যও ব্যবহার করে থাকেন। বাজারের এসব রাসায়নিক পণ্য ব্যবহারে ব্রণ বা দাগ তো দূর হয় ই না বরং তা আরও ত্বকে স্থায়ী হয়ে যায়। আসুন জেনে নিই ত্বকের থেকে এই ব্রণ বা কালো দাগ দূর করার একটি জাদুকরী উপাদান সম্পর্কে

প্রয়োজনীয় উপাদানঃ

  • ৩ টেবিল চামচ কমলার রস
  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল

প্রস্তুত প্রণালীঃ

  • কমলার রস এবং অ্যালোভেরার জেল ভাল করে মিশিয়ে নিন।
  • এবার প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন।
  • ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতাঃ

১। এই প্যাকটি ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে করে তোলে নরম ও কোমল। শুধু তাই নয় এটি ত্বককে পানিশূন্যতার হাত থেকে রক্ষা করে থাকে।

২। অ্যালোভেরা ত্বকের বলিরেখা দূর করে। এমনকি ত্বকে বলিরেখা পড়াও রোধ করে থাকে এই অ্যালোভেরা জেল।

৩। কমলার রসের ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। এর ব্লিচিং উপাদান তাৎক্ষনিকভাবে বৃদ্ধি করে ত্বকের উজ্জ্বলতা।

৪। কমলা এবং অ্যালোভেরা জেলের প্যাক ত্বক থেকে ময়লা, ধুলাবালি দূর করে দেয়। এই প্যাক ত্বক হতে ব্ল্যাক হেডেস দূর করতেও সহায়তা করে থাকে।

৫। কমলার রস ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে। এমনকি এটি ত্বকের রোদে পোড়া ভাবও দূর করে দেয়।

অ্যালোভেরা কমলার প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। এটি ব্যবহারের পূর্বে ত্বক ভাল করে পরিষ্কার করে নিন। উল্লেখ্য যে সব ধরণের ত্বকের জন্য এই প্যাক উপযোগী।