Home তথ্যপ্রযুক্তি ফটোশপে নতুন এআই মডেল, ছবি তৈরি ও সম্পাদনায় যেসব সুবিধা

ফটোশপে নতুন এআই মডেল, ছবি তৈরি ও সম্পাদনায় যেসব সুবিধা

ফটোশপের নতুন এআই মডেলের মাধ্যমে আপনি সহজেই লিখিত প্রম্পটের মাধ্যমে ছবি তৈরি করতে পারবেন। এই মডেলের জেনারেটিভ ইমেজ সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা ছবি যোগ করার পাশাপাশি ছবির নির্দিষ্ট অংশ পরিবর্তনও করতে পারবেন। এ ছাড়া ছবি ইমপোর্ট করে ছবির বৈচিত্র্য আনতে পারবেন ব্যবহারকারীরা। আরও লিখিত প্রম্পট দিয়ে ছবির পটভূমি তৈরি করা যাবে। ফলে সহজেই ছবিতে নিজেদের কল্পনা অনুযায়ী পটভূমি যুক্ত করা যাবে।ফায়ারফ্লাই ইমেজ থ্রি ফাউন্ডেশন মডেল কাজে লাগিয়ে সম্পাদনা করা ছবিগুলো হবে নিখুঁত, ফলে সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। ছবি তৈরির জন্য অ্যাডোবির তথ্যভান্ডার ও মেধাস্বত্বহীন ছবি বা আধেয় ব্যবহার করবে ফায়ারফ্লাই ইমেজ থ্রি ফাউন্ডেশন মডেলটি। ফলে ছবিগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কোনো আইনগত বাধার সম্মুখীন হতে হবে না।