Home Uncategorized মিয়ানমার জান্তা নজিরবিহীন চাপে

মিয়ানমার জান্তা নজিরবিহীন চাপে

দক্ষিণ-পূর্ব এশিয়ার এক কূটনীতিক বলেছেন, মিন অং হ্লাইংকে নিয়ে সেনাবাহিনীর মধ্যে গভীর হতাশা রয়েছে এবং অনেকেই তার পদত্যাগকে সমর্থন জানাবেন।বিদ্রোহীদের কাছে ব্যর্থতার কথা প্রকাশ্যে স্বীকার করে না জান্তা। কিছু ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে তারা। জান্তা অন্তত ৩৫টি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে।চীন সীমান্তে বেইজিংয়ের মধ্যস্থতায় সংঘাত থেমেছে। সেনাবাহিনী নতুন সেনা সদস্য সংগ্রহ করতেও জটিলতায় পড়ছে এর ফলে লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হয়নি এমন সদস্যদেরও সম্মুখ সমরে পাঠানো হচ্ছে এসব পদক্ষেপও জান্তা প্রধানের পক্ষে যাচ্ছে না। বিদ্রোহীদের কাছে ভূখণ্ড ও ফাঁড়ি হারানোর কারণে সেনা শাসনের পতন হওয়ার সুযোগ কম। স্পষ্ট নয় মিন অং হ্লাইংকে দায়িত্ব ছাড়তে চাপ দেওয়া হবে কিনা কিংবা তার স্থলাভিষিক্ত কে হতে পারেন। তবে সাম্প্রতিক অগ্রগতি জান্তা প্রধান ও দেশটির সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। জাতীয়তাবাদী ও সেনাবাহিনীর সমর্থকদের কাছে রণক্ষেত্রে চলমান পরাজয় লজ্জাজনক, জান্তা প্রধানের নেতৃত্ব নিয়ে নজিরবিহীন প্রকাশ্য সমালোচনা করেছেন। 

যারা তার নেতৃত্ব প্রশ্ন তুলছেন তাদের মধ্যে জান্তাপন্থি সাংবাদিকরাও রয়েছেন। সেনা শাসনের সমর্থক মোয়ে হেইন নিয়মিত রাষ্ট্রীয় টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে সামরিক বাহিনীর সিনিয়র নেতাদের নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং কোনও লড়াইয়ে জয় বা হার নির্ভর করে কমান্ডার ইন চিফ থেকে শুরু করে সেনা কমান্ডারদের ওপর।