Home Uncategorized সোমালিয়ার জলদস্যুদের কবলে এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশি জাহাজ, তাতে ২৩ জন নাবিক...

সোমালিয়ার জলদস্যুদের কবলে এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশি জাহাজ, তাতে ২৩ জন নাবিক ও ক্রু রয়েছেন

মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা।সর্বশেষ আজ বুধবার সকাল ৭টায় জাহাজে থাকা নাবিকদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন জাহাজের মালিক কর্তৃপক্ষের মিডিয়া পরামর্শক। সন্ধ্যা ৬টায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজে ৫০ জলদস্যু অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। তারা একেকজন একেক পয়েন্টে আছে। আমাদের নানাভাবে ভয় দেখাচ্ছে তারা।জাহাজটির মালিকপক্ষ এসআর শিপিং লিমিটেড, জাহাজে থাকা নাবিকদের উদ্ধারে সরকারি সহযোগিতা কামনা করেছে। মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট মো. সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এএসএম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, এবি পদের মোহাম্মদ আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসাইন, জয় মাহমুদ, ওএস পদের মো. নাজমুল হক, অয়েলার পদের আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মো. আলী হোসেন, ফায়ারম্যান মোশাররফ হোসেন শাকিল, চিফ কুক মো. শফিকুল ইসলাম, জিএস পদের মোহাম্মদ নুর উদ্দিন ও ফিটার মোহাম্মদ সালেহ আহমদ।