Home লাইফস্টাইল নখ ভেঙে যাওয়া রোধ করতে যা করবেন

নখ ভেঙে যাওয়া রোধ করতে যা করবেন

নানা কারণেই ভেঙে যেতে পারে নখ। আর এই নখ ভেঙে যাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয় অনেককেই। এটি যে শুধু সৌন্দর্য হানি করে তাই না, মাঝে  মাঝে বেশ অস্বস্তির মুখোমুখি করে দেয়। নিয়মিত কিছু যত্ন নিলে পরিত্রাণ পেতে পারেন এই নখ ভাঙার সমস্যা থেকে। আসুন জেনে নিই নখ ভেঙে যাওয়া রোধ করতে যা করবেন সে সম্পর্কে-

নখ খুব বেশি বড় রাখবেন না। যতটুকু বড় রাখা দরকার ততটুকু রাখুন।

অতিরিক্ত সাবান, নেইলপলিশ ব্যবহার থেকে বিরত থাকুন। নখে সাবান লাগিয়ে পরিস্কার করার প্রয়োজন পড়লে ব্যবহারের পরপরই ভালো কোনো কোম্পানির কোল্ড ক্রিম লাগিয়ে নিন।

প্রতি রাতে শোবার আগে ল্যাকটিক এসিড ও ইউরিয়াযুক্ত ক্রিম লাগিয়ে শুকিয়ে নিয়ে ঘুমাতে যাবেন।

মাসে অন্তত ২ বার হাল্কা গরম অলিভ অয়েলের মধ্যে ১৫ মিনিট আঙুল ডুবিয়ে রাখুন। এছাড়া রাতে ঘুমাতে যাবার আগে নখে অলিভ অয়েল লাগাতে পারেন।

রিমুভার ব্যাবহারের পর অবশ্যই আঙুল ও নখে অলিভ অয়েল লাগাবেন।

প্রচুর ক্যালসিয়াম ও প্রোটিন যুক্ত খাবার খাবেন। সম্ভব হলে প্রতিদিন দুধ বা টক দই খাবেন।

খুব সুক্ষ নেইল বাফার নখের যত্নে ব্যাবহার করুন। তবে সপ্তাহে একবারের বেশি নেইল বাফার ব্যবহার করবেন না।

একটি ছোট বাটিতে তাজা লেবুর রস নিয়ে ১০ মিনিট নখ ডুবিয়ে রাখুন। এতে নখের সতেজতা ফিরে আসবে।

নখের যত্নে ক্রিম ম্যাসাজ করতে পারেন প্রতিদিন ২ মিনিট ধরে। নেইল পলিশ লাগানোর আগে বেইজ কোট করতে ভুলবেন না।

কোনো রকম ফাঙ্গাসের আক্রমণে নখে সাদা দাগ হতে পারে। এছাড়া নখের পাসের পাশের ত্বকে আক্রমণের কারণে সাদা দাগ হতে পারে। মাস খানেকের মধ্যে দাগ চলে না গেলে ত্বক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।