Home জাতীয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হলমার্কের তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হলমার্কের তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীব

হলমার্ক গ্রুপের ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির প্রায় ১২ বছর পর গণমাধ্যমে প্রকাশের পর মঙ্গলবার ঢাকার একটি আদালত এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ আট জনকে কারাদণ্ড দিয়েছেন। একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড। হলমার্ক গ্রুপের ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মামলা এটি। এছাড়া তানভীর ও জেসমিনকে ৫ কোটি টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় অন্য একটি প্রতারণার অভিযোগে তাদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম শীর্ষ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।