Home লাইফস্টাইল টিয়ার গ্যাসে আক্রান্ত হলে যা করণীয়

টিয়ার গ্যাসে আক্রান্ত হলে যা করণীয়

টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস সম্পর্কে কম-বেশি সবারই ধারণা আছে। টিয়ার গ্যাস রাসায়নিক অস্ত্র, তবে প্রাণঘাতী নয়। রাস্তাঘাটে মিছিলে পুলিশের দারা টিয়ার গ্যাসের ব্যবহার দেখা যায় প্রায় মাঝে মাঝেই। মিটিংয়-মিছিল ছারাও টিয়ার গ্যাসে আক্রান্ত হতে পারে। আসুন আমরা জেনে নিই শরীরে বা চোখে টিয়ার গ্যাস কিংবা এ জাতীয় কিছু দ্বারা আক্রান্ত হলে রাসায়নিক এ গ্যাসের জ্বালা থেকে বাঁচার সহজ উপায়-

  • আক্রান্ত ব্যক্তিকে প্রথমেই দ্রুত স্থান ত্যাগ করতে হবে ও টিয়ার গ্যাসমুক্ত বাতাসে যেতে হবে।
  • ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুতে হবে। তবে খেয়াল রাখতে হবে চোখে দেওয়া পানি যেন কাপড় ও চামড়ায় না পড়ে। তাই মুখ নিচু করে ঠাণ্ডা পানির ঝাপটা দিতে হবে। সম্ভব হলে চোখ ভালোভাবে হালকা গরম পানি দিয়ে ধুতে পারলে ভালো তবে শরীরের অন্যত্র গরম পানি নয়।
  • চামড়া লাগলে দুর্বল সোডিয়াম বাই কার্বনেট দ্রবন দিয়ে আক্রান্ত চামড়া ধুয়ে দিতে হবে।
  • টিয়ার গ্যাসে চোখ চুলকাবে কিন্তু হাত দিয়ে খুব বেশি চোখ চুলকানো যাবে না। পানি দিয়ে চোখকে ঠাণ্ডা রাখার চেষ্টা করতে হবে।
  • যদি বেশি পরিমানে নিঃশ্বাসে চলে যায় তবে সালবিউটামল ইনহেলেশন ব্যাবহার করতে হবে।
  • টিয়ার গ্যাসের প্রভাব সম্পূর্ণ মুক্ত না হওয়া পর্যন্ত গোছল করা যাবে না।
  • বেশি মাত্রায় টিয়ার গ্যাসের প্রভাব পড়লে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মনে রাখতে হবে, এরকম পরিস্থিতিতে খুব বেশি ভয় পাওয়া যাবে না। এতে মানসিক চাপে শরীর ও মন দুটোই খারাপ হতে পারে।