Home লাইফস্টাইল খাবার শেষে মজাদার বোরহানি

খাবার শেষে মজাদার বোরহানি

ঈদ মানেই ভরপুর খাওয়া দাওয়া। আর খাবারের সঙ্গে চাই একটি ঠাণ্ডা পানীয়। তবে ঝটপট তৈরি করে নিন সবার পছন্দের বোরহানি।

প্রয়োজনীয় উপকরণ

  • মিষ্টি দই– ২ কাপ,
  • টক দই – ২ কেজি,
  • কাঁচা মরিচ কাটা – ২ চা চামচ,
  • পুদিনা পাতা বাটা– ২ চা চামচ,
  • সরিষা বাটা– ২ চা চামচ,
  • বিট লবণ – ২ চা চামচ,
  • চিনি – ২ টেবিল চামচ,
  • লবণ – ২ চা চামচ,
  • সাদা গোল মরিচের গুঁড়া – ২ চা চামচ,
  • পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী

প্রথমে কাঁচা মরিচ ও পুদিনা পাতা একসাথে বেটে নিন। বিট লবণ গুঁড়া করে করে নিন। উপকরণগুলো একসাথে অল্প পানি দিয়ে গুলে দই-এর মধ্য দিন। এবার মিষ্টি দই, টক দইসহ সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন। বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার বোরহানি।