Home আন্তর্জাতিক কাবাঘর তাওয়াফে চালু হলো আধুনিক যান

কাবাঘর তাওয়াফে চালু হলো আধুনিক যান

কাবাঘর তাওয়াফে চালু হলো আধুনিক যান

অত্যাধুনিক এ যান রমজানের শুরুর দিকে চালু করা হয়।  গলফ কার্ট চলাচলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। গলফ কার্টে চড়তে গ্র্যান্ড মসজিদের আজয়াদ লিফট বা কিং আবদুল আজিজ লিফট, বাব আল-উমরাহ লিফট দিয়ে মসজিদের ছাদে যেতে হবে।মসজিদ পরিচালনা পর্ষদ গলফ কার্টে আরোহনের সাধারণ নিয়ম-নীতির কথা যানাবে।বিকাল ৪টা থেকে ভোর ৪টার মধ্যে তা চালু থাকবে সপ্তাহে ৭ দিন।মসজিদে ৫০টি গলফ কার্টের ব্যবস্থা রয়েছে।কার্টে একসঙ্গে ১০ জনের ধারণক্ষমতা থাকবে। জনপ্রতি ৫০ সৌদি রিয়াল ও নির্ধারিত ট্যাক্স আদায় করবে।ওমরাহ পালন করতে পবিত্র মসজিদুল হারামে অবস্থান করছে লাখ লাখ মুসল্লি। ওমরাহ পালনের অংশ হিসেবে সাফা ও মারওয়া অতিক্রম করতে হয়।