Home Uncategorized  ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার (বর্তমানে এক্স) হোয়াটসঅ্যাপ, প্রতারণার ফাঁদ, সতর্ক থাকবেন যেভাবে

 ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার (বর্তমানে এক্স) হোয়াটসঅ্যাপ, প্রতারণার ফাঁদ, সতর্ক থাকবেন যেভাবে

দ্রুত ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে জালিয়াতির ও প্রতারণা ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ থেকে ব্যবহারকারীদের বোকা বানাতে নতুন নতুন কৌশল ব্যবহার করছে। সময় মতো আপডেট করা করতে হবে,পাবলিক ওয়াই-ফাই ব্যাবহার করা যাবে না,অপরিচিত অ্যা্‌প,অচেনা লিংক,দুর্বল পাসওয়ার্ব্যা বহার করা যাবে না। অ্যান্টি-ভাইরাস ব্যবহার করুন, অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার।হোয়াটসঅ্যাপ সম্প্রতি নতুন ‘ব্লক ফ্রম লকস্ক্রিন’ ফিচারের জন্য একটি প্রমোশনাল ভিডিও শেয়ার করেছে তাদের প্ল্যাটফর্মে। এই ভিডিওতে দেখা যায়, হোয়াটসঅ্যাপে নতুন কোনো মেসেজ ঢুকলে প্রথমে তার একটি প্রিভিউ মোবাইলের লকস্ক্রিনে দেখানো হচ্ছে। হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে নিজেকে বাঁচাবেন। সন্দেহজনক কোনো নম্বর থেকে ভিডিও কল আসলে তা রিসিভ করবেন না। যাকে আপনি চেনেন না সে কোরো ভাবেই আপনাকে ভিডিও কল করবে না। প্রয়োজনে নম্বরটি ব্লক করে দিন। ব্যক্তিগত তথ্য দেবেন না সরকারি কর্মকর্তা বললে সতর্ক থাকুন,বন্ধুত্ব করতে চাইলে এড়িয়ে চলু,জালিয়াতিতে পা দিতে না চান, তাহলে সচেতন হোন আখনি।