Home তথ্যপ্রযুক্তি ফ্রি ওয়াইফাই খুঁজে দেবে ফেসবুক

ফ্রি ওয়াইফাই খুঁজে দেবে ফেসবুক

খুব কাছেই কোথায় ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে তা খুঁজে দেয়ার সুবিধা চালু করছে ফেইসবুক। আইফোন ও অ্যানড্রয়েড ডিভাইসের জন্য ‘ফাইন্ড ওয়াই-ফাই’ নামে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করছে ফেইসবুক।

ফিচারটি একাধিক ওয়াই-ফাই নেটওয়ার্কের তালিকা ম্যাপ আকারে জানানোর পাশাপাশি সেগুলো ব্যবহারের প্রয়োজনীয় তথ্যও দেবে। তবে সব নেটওয়ার্কের তথ্য মিলবে না এতে। শুধু ফেইসবুকের সঙ্গে যুক্ত হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য জানা যাবে।

ফাইন্ড ওয়াই-ফাই দিয়ে আশেপাশে সবচেয়ে কাছে কোথায় ওয়াই-ফাই আছে সেটা খুঁজে পাওয়া যাবে। ফলে যেখানেই থাকুন না কেন, নেট সংযোগ পেতে আপনাকে খুব বেশি বেগ পেতে হবেনা।

ফিচারটি ব্যবহার করতে মোবাইল ডেটা অন করতে হবে। এরপর কাছে থাকা ওয়াইফাই হটস্পটগুলো দেখতে ফেসবুক অ্যাপের ‘মোর’ ট্যাবে ট্যাপ করে নিচে নেমে ‘ফাইন্ড ওয়াইফাই’ অপশনে যেতে হবে। ফিচারটি ব্যবহার করতে অবশ্যই ‘লোকেশন হিস্টি’ চালু থাকতে হবে।