Home তথ্যপ্রযুক্তি কি করে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট আসা বন্ধ করবেন?

কি করে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট আসা বন্ধ করবেন?

আজকে খুব কাজের একটি টিপস শেয়ার করবো। আমারা এখন যারা ইন্টারনেট ব্যবহার করি তারা ১০০% এর মধ্যে ৯৯.৯৯% বন্ধুরাই ফেসবুক ব্যবহার করেন। আর এই ফেসবুক ব্যবহার করার সময় দেখা যায় পরিচিতর পাশাপাশি অপরিচিতরাও ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। যা মাত্রা অতিরিক্ত হলে বিরক্ত লাগে। তাই আজকে দেখাবো কি করে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট আসা বন্ধ করবেন??

উপরের হেডলাইনটা দেখে অনেকেই ভাবছেন আজকে মনে হয় রিকুয়েস্ট বন্ধ করা শিখে ফেলবেন। কিন্তু না, একেবারে রিকুয়েস্ট আসা বন্ধ করার কোনো ফিচার ফেসবুক কতৃপক্ষ রাখেননি। তবে হ্যা,সেটাও পারবেন তবে শর্ত সাপেক্ষে। শর্ত গুলি নিম্নে আলোচনা করা হল

  • ফ্রেন্ড লিস্টে ১০০০ ফ্রেন্ড রিকুয়েস্ট ঝুলিয়ে রাখতে হবে
  • ফ্রেন্ড লিস্টে ৫০০০ ফ্রেন্ডস থাকতে হবে
  • আপনাকে ২০ হাজার ফলোয়ারের অধিকারি হতে হবে।

এই তিনটার যেকোনো একটা শর্ত পূরন করলে আপনি আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট অফ করতে পারবেন। তবে আপনি রিকুয়েস্ট আসা কমাইতে পারবেন, এটা করতে হলে আপনাকে যেতে হবে

“”ফেসবুকের সেটিংস+প্রাইভেসি+হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকুয়েস্ট+ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস””

এই পদ্ধতি অবলবন করলে শুধু মাত্র আপনার ফ্রেন্ড তালিকার ফ্রেন্ডরা আপনাকে রিকুয়েস্ট পাঠাতে পারবে।