Home আন্তর্জাতিক আইএস ইন্ডিয়ার প্রধান হারিস ফারুকিকে গ্রেফতার করা হয়েছে

আইএস ইন্ডিয়ার প্রধান হারিস ফারুকিকে গ্রেফতার করা হয়েছে

আইএস ইন্ডিয়ার প্রধান হারিস ফারুকিকে গ্রেফতার করা হয়েছে

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সোয়া ৪টায় ধুবড়িতে অভিযান চালিয়ে হারিস ফারুকী ওরফে হারিস আজমল ফারুকী ও তার সহযোগী রেহানকে গ্রেফতার করা হয়। আইএসআইএসের ভারতীয় শাখার দুই সদস্য আসামের ধুবরি সেক্টরে প্রবেশ করে সেখানে নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারত।দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন। হারিস ফারুকী ও রেহানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হারিস আজমল ফারুকীর বাড়ি উত্তরাখণ্ডের দেরাদুনের চাকরাতা এলাকায়। তার সহযোগী রেহান আগে হিন্দু ছিলেন।তার নাম ছিল অনুরাগ সিং। বাড়ি হরিয়ানা রাজ্যের পানিপথ। হারিস ফারুকি ও রেহানের বেশ কিছু মামলা দিল্লি ও লখনউতে বিচারাধীন। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নিয়োগ, অর্থায়ন এবং ষড়যন্ত্রের মাধ্যমে ভারতে আইএসআইএসের কার্যক্রমকে প্রচার করছিল সে।