Home জাতীয় জাতিসংঘ এ বছর ৮৫ কোটি ডলার সহায়তা চেয়েছে রোহিঙ্গাদের জন্য

জাতিসংঘ এ বছর ৮৫ কোটি ডলার সহায়তা চেয়েছে রোহিঙ্গাদের জন্য

জাতিসংঘ এ বছর ৮৫ কোটি ডলার সহায়তা চেয়েছে রোহিঙ্গাদের জন্য

গত সাত বছর ধরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। জাতিসংঘ ও এর সহযোগি প্রতিষ্ঠান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং কক্সবাজার অঞ্চলে স্থানীয় জনগণের জন্য এ বছর ৮৫ কোটি ডলারের সহায়তা চেয়েছে । রোহিঙ্গা ও স্থানীয় জনগণ মিলে মোট ১৩.৫ লাখ লোককে সহায়তা দেওয়ার জন্য ৮৫ কোটি ডলার সহায়তা চাওয়া হয়। ১১৭টি প্রতিষ্ঠান এবং এর প্রায় অর্ধেকই হচ্ছে বাংলাদেশী এর লক্ষ্য হচ্ছে কক্সবাজার ও ভাষানচরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা ও ৩৪৬,০০০ স্থানীয় জনগণকে খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যবেসা, শিক্ষাসহ অন্যান্য বিষয়ে সহায়তা করা।মানবিক সংকট যখন বৈশ্বিক মনোযোগ হারিয়ে ফেলছে তখন ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য প্রয়োজন টেকসই আন্তর্জাতিক সমর্থন এবং সহায়তা করা।