Home তথ্যপ্রযুক্তি বেসিস আইটি ও আইটিইএস খাতে ২০৩১ সাল পর্যন্ত কর অবকাশ চায়

বেসিস আইটি ও আইটিইএস খাতে ২০৩১ সাল পর্যন্ত কর অবকাশ চায়

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বেসিসের ২৫ বছরপূর্তি অনুষ্ঠানে সন্ধ্যায় রাজধানীর গ্রিনভিল আউটডোরে আবৃত্তি গান-নৃত্যে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফল্যের ২৫ বছর পূর্তি উদযাপন করে। বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম এবং মোস্তাফা জব্বার, এস এম কামাল, রফিকুল ইসলাম রাউলি, এ কে এম ফাহিম মাশরুর, শামীম আহসান, এবং বর্তমান সভাপতি রাসেল টি আহমেদকে সম্মাননা জানানো হয়। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্মাননা স্মারক তুলে দেন । সাবেক সভাপতিরা সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা খাতের উপযুক্ত পরিবেশ তৈরি করতে এই খাতের আর্থিক প্রণোদনা ৮ শতাংশ থেকে বৃদ্ধি করতে এবং ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত আইটি ও আইটিইএস খাতকে করপোরেট করমুক্ত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।