Home লাইফস্টাইল ধুলা থেকে ত্বককে রক্ষা করবেন চান ?

ধুলা থেকে ত্বককে রক্ষা করবেন চান ?

ধুলা থেকে ত্বককে রক্ষা করবেন চান ? বাংলার সময়

ধুলার জন্য রাস্তয় হাটাই সমস্যা।ধুলার প্রভাবে ত্বককে বিভিন্ন সমস্যা দেখা যায়।ঘরের ভেতরেও কিন্তু ধুলার যন্ত্রণা থেকে পুরোপুরি রেহাই মিলছে না। বাতাসে ভেসে অন্দরেও পৌঁছে যায় ধুলা। এটি আসলে এ মৌসুমের চিরপরিচিত দৃশ্য।লোমকূপে ধুলা আটকে থাকলে জীবাণুর সংক্রমণের ঝুঁকি বাড়ে ।ব্রণের মতো সমস্যা দেখা যায়। ধূলিধূসর ত্বক অনুজ্জ্বল হয়ে পড়ে। ধুলায় আমাদের শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই ঘরের বাইরে গেলেই পরতে হবে মাস্ক। সারা দিনে চার-পাঁচবার মুখ ধোয়া আবশ্যক। সুস্থ থাকতে এমন নানা সু-অভ্যাস গড়তে হবে।সারা দিনের ধুলাময়লা সহজেই পরিষ্কার হয়ে যায় ডাবল ক্লিনজিং পদ্ধতিতে।পানি দিয়ে মুখ ধুলেই হবে চার-পাঁচ বার দিনে।পাউডার জাতীয় প্রসাধনী বেছে নিতে হবে তাহলে কিন্তু ত্বকে ধুলা বেশি আটকাবে না। তরল সানস্ক্রিন ব্যবহারে ত্বকে প্রয়োগের পরপরই ত্বকে মিশে যায়।বাইরে যাওয়ার সময় যাতে আপনার ত্বক চিটচিটে না থাকে।মুখ পরিষ্কার রাখতে হবে।দু-তিনবার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে।