Home লাইফস্টাইল হেয়ার ড্রায়ারের নানা ব্যবহার

হেয়ার ড্রায়ারের নানা ব্যবহার

দৈনন্দিন জীবনের অতি জরুরী ও প্রয়োজনীয় একটা যন্ত্র হলো হেয়ার ড্রায়ার। প্রতিদিন যারা কাজে বাইরে যান তাদের জন্য গোসলের পর চুল শুকানো একটা ঝামেলাই বটে। এ সময় দ্রুত চুল শুকাতে হেয়ার ড্রায়ারের জুড়ি মেলা ভার। তবে এই যন্ত্রটি যে কেবল চুল শুকাতে কাজে লাগে এমনটি নয়, বরং এটি অন্য কাজেও ব্যবহার করা যায়। এবার জেনে নিন হেয়ার ড্রায়ারের নানা ব্যবহার সম্পর্কে-

সদ্য কেনা জিনিস থেকে প্রাইস ট্যাগ তুলতে

সদ্য কেনা কোনো কোনো জিনিসের ওপর এঁটে থাকা দামের লেভেলটি তুলতে প্রায়ই ঝামেলা পোহাতে নয়। এক্ষেত্রে লেভেলের ওপর হেয়ার ড্রায়ারের গরম বাতাস কিছুক্ষণ ধরে রাখুন। লেভেলটি খুব সহজেই উঠে যাবে।

ফার্নিচার থেকে মোমের দাগ তুলতে

মোম নেভানোর সময় ফার্নিচারে লেগে গেছে, কিছুতেই তা ওঠাতে পারছেন না? আপনার হেয়ার ড্রায়ারের গরম বাতাস মোম লেগে যাওয়া জায়গায় কিছুক্ষণ ধরে রাখুন। মোম নরম হলে একটি শক্ত টিস্যু পেপার বা পরিস্কার কাপড় দিয়ে সাবধানে মুছে নিন। এবার ভিনিগার মেশানো পানি দিয়ে খুব হালকাভাবে মুছে ফেলুন। ব্যাস! ফার্নিচারটি আগের মতোই সুন্দর হয়ে যাবে।

চশমা বেশি টাইট হলে

চশমার ডাঁটাদুটো বা প্লাস্টিকের জায়গায় ২০ থেকে ৩০ সেকেন্ড হেয়ার ড্রায়ারের গরম বাতাস ধরে রাখুন। তারপর খুবই সাবধানে যতটুকু দরকার বাঁকিয়ে নিন।

পালকের কোট বা লেপের কাজে

পালকের তৈরি কোট বা লেপের ভেতরে যদি কোথাও পালকগুলো সরে গিয়ে অন্য কোথাও জমে থাকে, তাহলে কোট বা লেপ কয়েক সেন্টিমিটার খুলে নিন। তারপর হেয়ার ড্রায়ার অন করে সেখানে ঠান্ডা বাতাস ঢুকিয়ে দিন। একটু পরেই দেখবেন পালকগুলো পুরো জায়াগায় ছড়িয়ে ঠিক আগের মতো তুলতুলে হয়ে গেছে।

বাথরুমের আয়না

গোসল করার সময় বাথরুমের আয়না ভিজে গিয়ে চেহারা দেখা যায় না এবং শুকাতে বেশ সময় লাগে। হেয়ার ড্রায়ার অন করে কিছুক্ষণ গরম বাতাস আয়নার সামনে ধরে রাখুন। দেখবেন, একটু পরেই আয়নায় নিজের চেহারা আবার স্পষ্ট দেখতে পাচ্ছেন।

ঘরের ভেতরের গাছে ধুলো তাড়াতে

হেয়ার ড্রায়ারের সবচেয়ে নিচু তাপমাত্রায় অর্থাৎ ঠান্ডা বাতাস অন করে ধীরে ধীরে পাতাগুলোর ওপর ঘোরালেই সব ধুলো উড়ে যাবে। দেখবেন, পাতাগুলো কেমন তাজা, সবুজ দেখাচ্ছে।

সতর্কতাঃ

# হেয়ার ড্রায়ার ব্যবহার করার সময় দূর থেকে বাতাসটা চুলে লাগানোর চেষ্টা করুন। এতেও চুলের ক্ষতি কম হবে।

# হেয়ার ড্রায়ারে ঠান্ডা ও গরম বাতাস থাকে। যারা নিয়মিত হেয়ার ড্রায়ারে চুল শুকান, তারা ঠান্ডা বাতাস ব্যবহার করতে পারেন। এটা গরম বাতাসের চেয়ে অপেক্ষাকৃত চুলের কম ক্ষতি করে।

# অনেক হেয়ার ড্রায়ারের সঙ্গে চিরুনি যুক্ত থাকে। সম্ভব হলে এ ধরনের হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।

# হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর পর অবশ্যই হেয়ার সিরাম লাগান। না হলে চুলের ক্ষতি বাড়বে।

# যারা হেয়ার ড্রায়ার নিয়মিত ব্যবহার করেন, তাদের চুলের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। এজন্য সপ্তাহে অন্তত দুদিন চুলে তেলের ম্যাসাজ করতে হবে। এতে কিছুটা হলেও চুলের ড্যামেজ ভাব দূর হবে।

মনে রাখবেন-

হেয়ার ড্রায়ার দ্রুত চুল শুকাতে সাহায্য করলেও এটি নিয়মিত ব্যবহারে চুলের ক্ষতি হয়। এ ব্যাপারে রূপবিশেষজ্ঞরা বলেন, হেয়ার ড্রায়ার চুলের ময়েশ্চারাইজার শুষে নেয়। এতে চুল রুক্ষ হয়ে যায়। তাই চুল শুকাতে হেয়ার ড্রায়ার যতটা কম ব্যবহার যায়, ততই ভালো। তারপরও যদি নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা ভালো।