Home লাইফস্টাইল খাবারের পর পাকা আমের সালাদ

খাবারের পর পাকা আমের সালাদ

প্রিয় ফলের তালিকায় সবাইকে ছাড়িয়ে আমের অবস্থান অনেকটাই সবার শীর্ষে। ধারণা করা হয় আম খেতে সুস্বাদু বলেই আম সবার প্রিয় ফল। আমরা প্রায় সবাই আমের পুষ্টি ও অন্যান্য অসাধারণ গুনের কথা জানি। এখন চলুন জেনে নেই পাকা আম খাওয়ার নতুন আক প্রণালি।

পাকা আম ও পেঁয়াজ কুচি দিয়ে তৈরি করে ফেলুন চমৎকার সালাদ। জেনে নিন কীভাবে তৈরি করবেন পাকা আমের সালাদঃ

উপকরণ

  • পাকা আমের টুকরা ৩ কাপ
  • পেঁয়াজ কুচি ২/৪ কাপ
  • লবণ স্বাদ মতো
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • লেবুর রস ১ চা চামচ
  • ধনিয়া পাতা কুচি কয়েকটি
  • গোলমরিচ গুঁড়া সামান্য

প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে পাকা আমের টুকরা ও পেঁয়াজ কুচি মেশান। লবণ, মরিচ গুঁড়া, লেবুর রস ও ধনিয়া পাতা কুচি মেশান। গোলমরিচ গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন মজাদার আমের সালাদ। স্বাস্থ্যকর সালাদটি ডেজার্ট হিসেবে রাখতে পারবেন খাবার টেবিলে।