কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত বেনামি ছবিতে অভিনয় করতে শুটিংয়ে অংশ নিতে এপার বাংলার সুপারস্টার খ্যাত নায়ক শাকিব খান এখন অবস্থান করছেন ইন্ডিয়াতে। ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করছেন কলকাতার সুপারস্টার নুসরাত জাহান ও সায়ন্তিকা।
ছবিটি নির্মাণের শুরু থেকেই ছবির নাম এবং শাকিবের লুক নিয়ে বেশ আলোচনা চললেও বর্তমানে আরো আলোচনার বিষয় হল সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে শাকিবের সঙ্গে নুসরাতের একটি ছবি। দুই দেশের দুই তারকার একসঙ্গে তোলা এটাই প্রথম ছবি। সেখানে বেশ প্রফুল্লও দেখাচ্ছে দু’জনকে। ছবিতে তাদের সঙ্গে আরও রয়েছেন এই ছবির নির্মাতা রাজীব বিশ্বাস ও ভিলেন রাজা দত্ত।
গত ১৬ মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়। ছবিটি আগামী ঈদে দুই বাংলাতেই মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।