Home লাইফস্টাইল শীতের বর্ণিল সাজ

শীতের বর্ণিল সাজ

মাত্র শেষ হলো শরৎ । ঋতুর হিসাবে এখন হেমন্ত হলেও হালকা হিম হিম হাওয়া জানান দিচ্ছে শীত আসছে।আর এটাই যেন নানা রঙের ছোঁয়ায় বর্ণিল সাজে সেজে ওঠার সময় ৷ শীতের আমেজ যখন আসতে থাকে, তখন থেকেই মেকআপে শুরু হয় নানা রংএর ব্যবহার । আর এই সময়টাতে মেকআপটা সহজে নষ্টও হয় না৷

 

এ বিষয়ে সৌন্দর্যচর্চাকেন্দ্র পারসোনার পরিচালক নুজহাত খান জানান, আন্তর্জাতিক ফ্যাশন ধারায় এ বছরের পুরোটায় চোখ ও ঠোঁটের সাজে প্রাধান্য পাবে ম্যাজেন্টা, হলুদ, সবুজের মতো গাঢ় রং। গ্লিটারের ব্যবহারও বেশ নজর কাড়বে৷ ব্লাশনে থাকবে পিচ ও গোলাপি রঙের ছোঁয়া৷


সাজে বর্ণিল আভা

প্রায় প্রতিটি সাজে বেসটা হবে একই রকম ৷ তবে চোখের পাতায় নীল আইশ্যাডের ব্যবহার আনতে পারে মায়াবী আমেজ৷ চোখকে ফুটিয়ে তুলতে থাকবে  সাদার ছোঁয়া৷ এছাড়া চোখের নিচে থাকতে পারে নীল কাজল৷ আর ঠোঁটে মিষ্টি গোলাপির ছোঁয়া৷

জমকালো সাজে

ছাই আর সোনারঙা সাজে সাজানো যেতে পারে চোখ। রাতের যেকোনো পার্টির জন্য আদর্শ হতে পারে রোল করে বাঁধা চুল আর লাল লিপস্টিকে পরিপূর্ণ রাতের সাজ৷

চোখে রঙিন ছোঁয়া

প্রথমেই ক্রায়লন দিয়ে তৈরি করে নিন মুখের বেস৷ এরপর মুখে হালকা পানি স্প্রে করে বা ছিটিয়ে লাগান ফেস পাউডার ৷ এবার স্কিনটোনের সঙ্গে মিল রেখে প্যানকেক ব্যবহার করুন ৷ ভালো মতো কনট্যুরিং করে নিন৷ চোখে রঙিন ছোঁয়া আনতে পারেন সোনালি, বেগুনি ও সবুজ রং ব্যবহার করে। সোনালি, বেগুনি ও সবুজ তিনটি রং মিলিয়েও দিতে পারেন চোখে৷ এবার চোখে টেনে নিন সাদা কাজল, এতে চোখ আরও বড় দেখাবে ৷ ঠোঁটের সাজে থাকতে পারে গাঢ় ম্যাজেন্টা গ্লসি লিপস্টিক।

হলদে-সবুজ চোখ

উজ্জ্বল রংগুলো কিন্ত সবসময় চোখকে ধাঁধিয়ে দেয় না৷ তাই সাজে একটু পরীক্ষা-নিরীক্ষা তো করা যেতেই পারে এই রংগুলো  ৷ চোখের পাতায় লাগাতে পারেন হলুদ আর চোখের কোণে টিয়া সবুজের ছোঁয়া৷ চোখকে আরও আকর্ষণীয় করতে ব্যবহার করতে পারেন ঘন মাশকারা৷

গোলাপি আভা

চোখের পাতায় গোলাপি শ্যাডোর কোণে দিতে পারেন আলতো কালোর ছোঁয়া৷ নিচে থাকবে কাজল টানা চোখ আর ঠোঁটে ম্যাট লিপস্টিকে পরিপূর্ণ সাজ।

গ্লিটারে উজ্জ্বল

মেকআপে এখন থেকেই দেখা যাবে গ্লিটারের প্রাধান্য৷ চোখে লালচে গ্লিটার আর ঠোঁটে মিষ্টি গোলাপি রঙের ছোঁয়া ৷ব্যাস,এতেই পরিপূর্ণ সাজ ।