Home ইসলাম ও জীবন যাদের উপর রোজা ওয়াজিব হয়ে যায়

যাদের উপর রোজা ওয়াজিব হয়ে যায়

সাওম বা রোজা যার অর্থ বিরত থাকা। পবিত্র রমজান মাসে আমরা সঠিকভাবে রোজা পালন করতে চাই কিন্তু আমরা অনেকেই জানি না রোজা পালনের সঠিক নিয়ম বা কি কি কারণে রোজা ভেঙে যায় এবং কেন রোজা ওয়াজিব হয়ে যায় । আমাদের মধ্যে অনেকে আছেন যারা ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে দিনের বেলায় কিছু খেয়ে ফেলি এবং পরে চিন্তা করি রোজা হয়েছে কিনা নাকি ক্বাযা করতে হবে।

ইসলামের ৫ টি স্তম্ব ফরজ করা হয়েছে তার ভিতর রোজা একটি তাই রমজানে ভুল করার আগে দেখে নিন যে রোজা আপনার হচ্ছে কিনা নাকি রোজা আপনার উপর ক্বাযা/কাফফারা হয়ে যায়।

  • ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে কোন কিছু পান করলে/খেলে পরবর্তীতে রোজা ক্বাযা করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে।
  • অন্যজনের নামে গীবত করলে রোজা মাকরূহ হয়ে যায় তাই পরবর্তীতে রোজা ওয়াজিব হয়ে যায়।
  • বিড়ি, সিগারেট, মদ, গাজা সেবন করলে।
  • সমকামিতায় লিপ্ত থাকলে তার উপর ক্বাযা এবং কাফফারা দুটিই ওয়াজিব হয়ে যায়।
  • স্ত্রীসহবাস করলে  আপনার রোজা ক্বাযা এবং কাফফারা দুটিই ওয়াজিব হয়ে যায়।
  • মুখে পান বা যেকোনো খাবার দিয়ে ঘুমিয়ে পড়লে এবং সুবহে সাদিক হয়ে রোজা ওয়াজিব হয়ে যায়।
  • শরীরের যেকোনো স্থান থেকে রক্ত বের হলে রোজা ক্বাযা করতে হবে।
  • ফজরের আজানের পর ভুলে সেহরি খেলে রোজা ওয়াজিব হয়ে যায়।
  • সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে কোন কিছু খেয়ে ফেললে রোজা ওয়াজিব হয়ে যায়।

আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং আসুন রমজানের মর্যাদা বজায় রাখি।