Home লাইফস্টাইল মাত্র ৩টি উপায়ে দূর করুন চোখের চারপাশের বলিরেখা

মাত্র ৩টি উপায়ে দূর করুন চোখের চারপাশের বলিরেখা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের চারপাশ কুঁচকে যেতে শুরু করে। আর চেহারায় বয়সের ছাপ প্রথম ধরা পড়ে চোখের চারপাশের বলিরেখা দেখে। তবে সঠিক যত্ন নিলে খুব সহজেই দূর হবে এই বলিরেখা।

১. দুধ ও গোলাপজল

দুধের সঙ্গে সমান পরিমাণ গোলাপজল মিশিয়ে তুলার বলে লাগিয়ে চোখের চারপাশে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. ডিমের সাদা অংশ, দুধ ও মধু

ডিমর সাদা অংশের সঙ্গে দুধ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক চোখের চারপাশে লাগিয়ে না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার একটি ভেজা তোয়ালে দিয়ে চোখের চারপাশ মুছে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন

৩. পুদিনা পাতা ও লেবুর রস

কয়েকটি পুদিনা পাতা বেটে এর সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। দুটি তুলার বল দিয়ে এই মিশ্রণ চোখের চারপাশে ভালো করে লাগান। এবার তুলা দুটি দুই চোখে দিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।