Home লাইফস্টাইল পূজার সাজগোজ

পূজার সাজগোজ

আসছে দুর্গাপূজা। প্রস্তুত হচ্ছে বাংলা। তথা গোটা বিশ্ব। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে দুর্গাপূজা। তাই এত বড়ো উৎসবের আনন্দে সবাই মেতে উঠতে চায়। প্রতি বছরই নতুন ভাবে সাজতে চায় সবাই। প্যান্ডেলের মধ্যমনি হবার ইচ্ছাটা সবারই থাকে। এ বছরেরে পূজার নতুন ফ্যাশন কি? কি এসেছে বাজারে নতুন? এসব চিন্তা এখন থেকেই শুরু হয়ে গেছে। আসুন জেনে নিই পূজার সাজগোজ সম্পর্কে-

গরদ, সিল্ক, জামদানি আর সুতির পোশাকের চাহিদাতো সারা বছরই থাকে। পূজাতেও তা বাদ যায় না। পূজার পোশাকের নক্সায় জমকালো ফিউশন নেই। কিন্তু পূজার বিভিন্ন জিনিস স্বস্তিকা, চক্র, বেলপাতা এছাড়াও আরও নানান পূজার অনুসঙ্গ শাড়ি বা পোশাকে থাকলেই শারদীয়ার জন্য পারফেক্ট।

সময় পাল্টাবার সাথে সাথে পূজার ফ্যাশনও পাল্টেছে। পূজার সাজ হওয়া চাই একদম অন্যরকম। সারাবছর জিন্স কুর্তা। কিন্তু পূজা মানেই আধুনিকতা আর আভিজাত্যের মেলবন্ধন। তাই পূজায় শাড়ি পরার ঝোঁক বেশি।

এখন অনেকেই বুটিকের পোশাক পছন্দ করেন। বেশ হালকা কিন্তু দারুন স্টাইল মেনটেন হয়। তাই এবার পূজায় বুটিকের শাড়ির চাহিদা বেশ ভালো।

এছাড়াও বেশি চলছে মঙ্গলগিরি কটন, মধুবনি, মাধবীলতা এসব শাড়িরও বেশ চাহিদা আছে। এছাড়াও আঁচল বা পাড়ে চেকস্ ফ্যাশন।

১৮ থেকে ৫৮ সকলেরই নতুন শাড়ির খোঁজ। আসলে সারাবছর জিন্স টপ পরা মেয়েও পুজার সময় শাড়িতেই যেন অনন্যা। বিক্রেতাদের মতে, পূজার সময় একটু অন্য ধরনের খোঁজ চলে ক্রেতাদের। সবাই তাই নতুন কি এসেছে? এবারে নতুন ফ্যাশন কি সেটা জানতে চাইছেন।

আসলে পূজার দিনগুলো তারা একদম অন্য রকম সাজতে চায়। তাই শাড়ি তাদের কাছে স্পেশাল। এবছর সিল্কের সঙ্গে হ্যান্ডলুম বা তসরের সঙ্গে হ্যান্ডলুম বেশ চলছে ফ্যাশনে। আরো আছে পাটলি পাল্লু, মাইসরি সিল্ক বেশ চলছে। এছাড়াও ঘিচার সঙ্গে ব্রোকেডের পার চলছে।

সাজগোজ:

পূজোর সময় হালকা গরম থেকেই যায়। তাই সকালে অঞ্জলি দেবার জন্য হালকা সুতির পোশাক আরামদায়ক। আর যারা শাড়ি পড়তে চান গরদ বা তসরের শাড়ি অঞ্জলির জন্য বেশ ভালো। তার সঙ্গে যদি বেছে নেন মানানসই গোল্ড প্লেটের গয়না তাহলে দারুন মানাবে। একটা ট্র্যাডিশনাল খোঁপা তার একধারে বেলিফুলের মালা হলে দারুণ লাগবে।

এছাড়াও পোশাকের সঙ্গে যদি গাঢ় চোখের মেকআপ চান করতেই পারেন। তবে সেক্ষেত্রে ঠোঁট হবে হালকা ম্যাট ফিনিশ। আর যদি লিপস্টিকের রঙ গাঢ় চান তাহলে অ্যাই মেকআপটা হালকাই ভালো লাগবে। চোখে শুধু মোটা করে কাজল ভালো লাগবে। তবে যারা গয়না পড়তে ভালোবাসেন তারা এইসময় জাঙ্ক গয়নার পরিবর্তে একটু ট্র্যাডিশনাল গয়না। বা এথনিক গয়না পড়লে বেশি ভালো লাগবে পূজোর সময়।