Home লাইফস্টাইল চুলের যত্নে কলার প্যাক

চুলের যত্নে কলার প্যাক

অতিরিক্ত রোদ এবং গরম আবহাওয়া নষ্ট করে দেয় আপনার চুলের স্বাভাবিক উজ্জ্বলতা। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ ও প্রাণহীন। আর এই সমস্যা দূর করতে আপনার জন্য রয়েছে একটি কার্যকরী হেয়ার প্যাক এর পরামর্শ।

প্রয়োজনীয় উপকরণ

  • একটি পাকা কলা
  • এক টেবিল চামচ মধু

ব্যবহার পদ্ধতি

পাকা কলা নিয়ে প্রথমে একটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এর পর এতে এক টেবিল চামচ পরিমাণ মধু মিশিয়ে নিন। এই প্যাকটি চুলে ও মাথার তালুতে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।এরপর পানি দিয়ে ধুয়ে নিন। এরপর আপনার প্রয়োজন মতো শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

কিছু পরামর্শ

১. ভালো ফল পেতে  এই প্যাকটি সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করুন।

২. প্যাকটি ফ্রিজে রেখে ব্যবহার না করাই ভালো।

৩. রোদে বের হলে মাথায় স্কার্ফ ব্যবহার করতে পারেন। এতে চুল  রক্ষা পাবে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে।