Home লাইফস্টাইল চুলের আগা ফাটা রোধ করতে পাকা কলা

চুলের আগা ফাটা রোধ করতে পাকা কলা

অনেকের কাছেই একটি বড় সমস্যা হল চুলের আগা ফাটা। কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার, যত্নের অভাব, ধুলাবালিসহ বিভিন্ন কারণে চুলের আগা ফেটে যেতে পারে। আর এর অসুবিধাও কম নয়। আগা ফেটে গেলে চুল যেমন সহজে বাড়তে চায় না তেমনি রুক্ষ এবং প্রাণহীন হয়ে পড়ে। তবে এই সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন পাকা কলার হেয়ার প্যাক। যা আপনাকে মুক্তি দিবে চুলের আগা ফাটা থেকে। কেননা পাকা কলায় রয়েছে কার্বোহাইড্রেট, প্রাকৃতিক তেল ও পটাসিয়াম যা স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে করে চুল।

আসুন তবে জেনে নিই কীভাবে তৈরি করবেন পাকা কলার হেয়ার প্যাক-

– প্রথমে একটি পাত্রে অর্ধেকটা পাকা কলা কাঁটাচামচের সাহায্যে চটকে নিন অথবা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডও করে নিতে পারেন।

– এবার আরেকটি পাত্রে ডিমের কুসুম ফেটিয়ে নিন। ডিমের কুসুমে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং কে যা চুল ঝলমলে করে।

– পাকা কলা ও ডিমের কুসুমের মিশ্রণ একসঙ্গে মেশান এবং এর সাথে ১ চা চামচ অলিভ অয়েল দিয়ে নেড়ে নিন। কেননা অলিভ অয়েল খুশকি দূর করতে সাহায্য করে।

– এবার এই হেয়ার প্যাকে ১ টেবিল চামচ মধু মেশান। মধুতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা চুল মজবুত করবে।

ব্যবহারপ্রণালীঃ

প্রথমে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। এরপর চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে এই হেয়ার প্যাকটি লাগান।

– চুল উঁচু করে বেঁধে শাওয়ার ক্যাপ পরে নিন। ৪৫ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।