Home লাইফস্টাইল অল্প সময়ে চুল পাকার কারণ

অল্প সময়ে চুল পাকার কারণ

বয়স হলে চুলে পাক ধরবে এটাই তো স্বাভাবিক। কিন্তু ২০ বছর বয়সেই যদি ঘটে এমন ঘটনা তখন কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক। আর তখন পেকে যাওয়া সাদা চুল কালো করতে  আশপাশের সবার পরামর্শ নেওয়া শুরু হয়ে যায়। চুলে রং করে, মেহেদি দিয়ে কিংবা সাদা চুলগুলোই স্টাইল করে কেটেছেঁটে বেঁধে ঘুরে বেড়ান অনেকেই। কিন্তু কারণটা কী? কম বয়সে চুল পেকে যাওয়ার কিছু কারণ বের করেছেন বিশেষজ্ঞরা। আসুন তবে জেনে নিই কারণগুলো-

প্রচণ্ড মানসিক চাপ

চুল অকালে সাদা হয়ে যাওয়ার পেছনে অনেক বড় ভূমিকা পালন করে প্রচণ্ড মানসিক চাপ।

ভিটামিনের অভাব

পাকা চুল বেড়ে যাওয়ার আরেকটি কারণ শরীরে ভিটামিন বি১২-এর অভাব।

ধোঁয়া

ত্বক ও চুলের জন্য যেটা সব সময় ক্ষতিকর হিসেবে চিহ্নিত হয়ে এসেছে সেটা হলো ধূমপান। গবেষণায় দেখা যায়, যাঁরা অতিরিক্ত ধূমপান করেন, ত্রিশের কোঠায় যাওয়ার আগেই চুল সাদা করে ফেলেন। ধূমপায়ীদের ত্বকে বলিরেখাও বয়সের আগেই চলে আসে।

 

স্বাস্থ্য

অকালেই চুল সাদা হয়ে যাওয়ার পেছনে থায়রয়েডের সমস্যা অথবা পিটুইটারি গ্ল্যান্ডের অসহযোগিতামূলক আচরণ অনেকাংশেই দায়ী। অটোইমিউন রোগ যেমন অ্যালোপেসিয়া অথবা ভিটিলিগো ত্বক ও চুলের ওপর আক্রমণ করলে চুল পেকে যায়। অটোইমিউন রোগ বলতে বোঝায় যখন আপনার শরীরের কোষগুলো আপনারই শরীরের ওপর আক্রমণ চালায়। এ কারণে আপনার শরীরের কোষগুলো যখন আপনার চুলের সেলে আক্রমণ করে ফলে চুল হয়ে যাবে সাদা।