বন্ধ হতে যাচ্ছে জিমেইল, হয়তো আর ব্যবহার করা যাবেনা জিমেইল আকাউন্ট! গুগলের পক্ষ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামি ৮ ফেব্রুয়ারির পর থেকে অনেকেই হয়ত আর জিমেইল ব্যবহার করতে পারবেনা। তবে চিন্তিত হওয়ার কারণ নেই৷ কারণ এই নোটিশটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শুধু মাত্র উল্লখ্য গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য।
গুগল জানিয়েছে, যারা নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপে এখনও উইনডোজ এক্সপি (Windows XP) অথবা উইনডোজ ভিসতা (Windows Vista) ব্যবহার করছে শুধু মাত্র তারাই আগামি ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেনা৷
কারণ, ওইদিন থেকে গুগল ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে Gmail আর কাজ করবে না৷ তাই গুগলের সুপারিশ, এখনও যারা কম্পিউটারে উইনডোজ এক্সপি এবং উইনভোজ ভিসতা ব্যবহার করছেন, নির্বিঘ্নে জিমেইল পরিষেবা পেতে তারা যেন নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নেন৷
জানা গেছে, এই দু’টি ভার্সনে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম পরিষেবা বন্ধ করে দেবে৷ তাই নিরাপত্তার কথা ভেবেই গুগল এমন সিদ্ধান্ত নিয়েছে।