Home জাতীয় ৫০% এসি বিক্রি বেড়েছে গরমে

৫০% এসি বিক্রি বেড়েছে গরমে

গরমে এসির বিক্রি বাজারে বেড়েছে! দেশে বছরে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ ইউনিট এসি বিক্রি হয়েছে। এসি চাহিদার প্রায় ৮০-৮৫ শতাংশ দেশেই তৈরি হচ্ছে।গরমে এসি বেশি বিক্রি হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এপ্রিল, মে এবং জুন মাসে। এসি ব্যবহার করতে বিদু্যত্সাশ্রয়ী প্রযুক্তির ইনভার্টার এসি বেশি বিক্রি হচ্ছে। তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে এসির ভূমিকা রাখছে। দেশে ওয়ালটন, সিঙ্গার, মিনিস্টার, ভিশন, র্যাংগস, বাটারফ্লাই, ইলেক্ট্রোমার্ট, এসকোয়্যার, ট্রান্সকম, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, এলজি সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এসি উৎপাদন ও বাজারজাত করছে। এসি বিক্রির দাম বেড়েছে ৫-১০ শতাংশ। কিস্তি সুবিধা থাকায় নিম্নমধ্যবিত্তরাও এসি কিনছে। গরমে এসির চাহিদা বেশি হওয়া সত্ত্বেও, এসি বিক্রি দ্বিগুণ হয়েছে। এসি বিক্রির পরিমাণ গত বছরের মার্চের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। এসি বিক্রি বাজারে বেড়েছে এবং এটি গরমে স্বাস্থ্য ও সুবিধার জন্য জরুরি হয়ে আসে।