ক্যারিয়ারের ২৫ বছর একই ইন্ড্রাস্টিতে কাজ করলেও এর আগে কখনও একসঙ্গে একই ফ্রেমে দেখা যায় নি তাদের। হ্যাঁ, বলছি বলিউডের বাদশাহ শাহরুখ খান এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কথা।
দীর্ঘ ক্যারিয়ার জীবনে একসাথে দেখা না গেলেও সম্প্রতি একটি জন্মদিনের পার্টিতে গিয়ে আড্ডার ফাকে সেলফি তোলেন বলিউডের আলোচিত এই দুই খান।
সম্প্রতি সেলফিটি শাহরুখ তার টুইটার একাউন্টে পোস্ট করেন এবং সেখানে লেখেন, ‘২৫ বছর ধরে একে অপরকে চিনি এবং এই প্রথম এক সঙ্গে ছবি তুললাম। দারুণ মজার রাত ছিল। ’ পরে দুই খানের একটি ছবি টুইটারে পোস্ট করেন পরিচালক করন জোহরও। ছবিটি গণ্মাধ্যমের সামনে আসতেই বন্যা বয়ে যায় লাইক, রিটুইটের।
তবে এর কৃতিত্ব কিন্ত অনেকটা অজয় বিজলির কারণ জন্মদিনটি ছিল তারই।