২০১৪ সালে বক্স অফিস কাঁপিয়েছিল সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত সিনেমা কিক। এরপর অনেকবার সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কথা শোনা গেলেও এ নিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি নির্মাতাদের। অবশেষে জানা গেল আগামী বছর কিক-টু সিনেমার শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেন, ‘সাজিদ নাদিয়াদওয়ালা কিক-টু সিনেমাটির ৮০ শতাংশ চিত্রনাট্য লিখেছেন। তিনি সালমানকে চিত্রনাট্য শুনিয়েছেন এবং এ অভিনেতা এটি পছন্দও করেছেন। ২০১৮ সালের মাঝামাঝিতে তারা সিনেমার শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।’
সালমান খানের চরিত্রটি আগের মতোই থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব চরিত্রগুলোই ভিন্ন ধরনের হবে।’
‘কিক-টু সিনেমাটি ২০১৭ সালে শুরুর কথা থাকলেও এই বছর সালমান কবির খানের টিউবলাইট এবং আলী আব্বাস জাফরের টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়া ২০১৭ সালে সাজিদ নাদিয়াদওয়ালার তিনটি সিনেমা মুক্তি পাবে। প্রথমটা বিশাল ভরদ্বাজের রেঙ্গুন। তারপর সাব্বির খানের বাঘি-টু এবং জড়ুয়া-টু। আর তাই ২০১৮ সালে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।’
কিক সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। সে সময় সালমান-জ্যাকলিন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছিলেন রণদীপ হুদা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, মিঠুন চক্রবর্তী, অর্চনা পুরন সিং প্রমুখ।