Home Uncategorized ২০০ কোটি টাকার হলুদের বাজার হতে পারে হাজার কোটির

২০০ কোটি টাকার হলুদের বাজার হতে পারে হাজার কোটির

রাঙামাটির হলুদের বাজার বর্তমানে ২০০ কোটি টাকার হতে পারে এবং ব্যাংকঋণ, সংরক্ষণাগার, প্রক্রিয়াজাত কারখানা সহ নানা সুবিধা দিলে এই বাজার হাজার কোটি টাকার হতে পারে। রাঙামাটির কৃষকরা জুম খেতে হলুদ চাষ করে থাকেন, যা পাহাড়ের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। চলতি মৌসুমে রাঙামাটিতে জেলায় ২০০ কোটি টাকার হলুদ বিক্রি হয়েছে, এবং ব্যবসায়ীরা বলছেন যে বিক্রি এখনই ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই বাজারের বিকাশের জন্য সরকারি সহায়তা এবং বিনিয়োগ অত্যন্ত জরুরি।