Home জাতীয় ১ ব্যক্তি, ১ খতিয়ান ও ১ দাগ’ ব্যবস্থায় বিডিএস জরিপ জুলাইয়ে

১ ব্যক্তি, ১ খতিয়ান ও ১ দাগ’ ব্যবস্থায় বিডিএস জরিপ জুলাইয়ে

বাংলাদেশের ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ জানিয়েছেন যে, ডিজিটাল জরিপের মাধ্যমে ‘১ ব্যক্তি, ১ খতিয়ান ও ১ দাগ’ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হচ্ছে। এই ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলে, ভূমি বিষয়ে নাগরিকদের হয়রানি এবং মামলা মোকাদ্দমার পরিমাণ অনেকাংশে কমে যাবে। আগামী জুলাই মাস থেকেই এই জরিপ শুরু হবে। এই প্রকল্পের অধীনে নারায়ণগঞ্জসহ দেশের ছয়টি এলাকায় ম্যাপ প্রস্তুতের কার্যক্রম শুরু হচ্ছে, যা দ্রুত সফলভাবে শেষ হবে। এই উদ্যোগ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও বাংলাদেশ ডিজিটাল জরিপের সফল বাস্তবায়নে অত্যন্ত জরুরি।