অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে কম বেশী সবায় চিন্তিত থাকেন, কখন কার আইডি পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়। তেমনি ঘটেছে ১ ঘটনা, কোটি কোটি মেইল আইডি ও পাসওয়ার্ড হ্যাকড হয়েছে। হ্যাক করা অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে জিমেল, ইয়াহু মেল, মাইক্রোসফটের হটমেইল, রাশিয়ার মেল ডটআরইউ-এর মতো মেল। আর এই মেইল আইডি হ্যাক করে এক ডলারে বিক্রি করছে হ্যাকাররা।
বৃহস্পতিবার (০৫ মে) যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হোল্ড সিকিউরিটি’ নামের তথ্য নিরাপত্তা সংস্থার প্রধান গোয়েন্দা অফিসার অ্যালেক্সের দাবি, প্রায় ২৮ কোটি মেইল অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড, ই-মেল আইডি ও ওয়েবসাইট নিয়ে বিন্দাস ব্যবসা চলছে রাশিয়ার আন্ডারওয়ার্ল্ডে। আর অবাক করা কথা হল। হ্যাক হওয়া এইসব ইমেল আইডি বিক্রি হচ্ছে ১ ডলারের কমে।
হ্যাকড মেইল আইডি ও পাসওয়ার্ড বিক্রি করে বিপুল মুনাফা করছে রাশিয়ার আন্ডারওয়ার্ল্ডে। আরও জানা গেছে, হ্যাকড মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে তারা নানান প্রতারণা চালিয়ে যাচ্ছে।