১২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ওকে জানু’। আর এই ছবির গান হাম্মা হাম্মা এরই মধ্যে পার করলো ১৪ কোটির কোঠা।
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বম্বে’ ছবির বিখ্যাত ‘হাম্মা হাম্মা’ গানটি নতুন ভাবে ব্যবহার করা হয়েছে এই ছবিতে। ‘বম্বে’ ছবির সংগীত পরিচালক এ আর রহমান হলেও ‘ওকে জানু’ তে গানটিকে নতুন রূপ দিয়েছেন সংগীত পরিচালক তনিস্ক বাগচী।
শাদ আলি পরিচালিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন করণ জোহর ও মমিরত্নম। হাম্মা হাম্মা তে জুবিন নোটিয়াল ও শাশা তিরুপতির কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে র্যাপ করেছেন বাদশা। এছাড়া আশিকী-২ খ্যাত জুটি আদিত্য-শ্রদ্ধার জুটিকে ফের একসঙ্গে দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন সিনেপ্রেমীরা।
উল্লেখ্য, তেলুগু ও হিন্দিতে দুই ভাষাতেই হয়েছে গানটি। গানটির জন্য সে সময়ে এ আর রহমান জাতীয় পুরস্কারে মনোনয়ন হন এবং ফিল্মফেয়ারে সেরা সুরকার হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
‘হাম্মা হাম্মা’ গেয়েছিলেন রহমান, সুরেশ পিটার্স এবং স্বর্ণলতা।