Home ভ্রমন হিমাচল ভ্রমণে যাওয়ার আগে যা জানতে হবে

হিমাচল ভ্রমণে যাওয়ার আগে যা জানতে হবে

হিমাচল প্রদেশ একটি ভূমিবেষ্টিত রাজ্য, যার পূর্বে তিব্বতের মালভূমি, পশ্চিমে পাঞ্জাব ও উত্তরে জম্মু ও কাশ্মীরের অবস্থান। হিমালয় এই রাজ্যকে ‘দেবভূমি’ নামেও পরিচিত করে। হিমাচল প্রদেশ উত্তর ভারতের একটি নয়নাভিরাম পাহাড়ি রাজ্য, যেখানে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ ভৌগলিক কাঠামো এবং নির্মল প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। সবুজ দিওদার বনভূমি, আপেল বাগান, পাহাড়ের ঢালে ঢালে সারিবদ্ধ ঘরবাড়ি, তুষারাবৃত উঁচু হিমালয়ান পাহাড়ি, বরফাচ্ছাদিত লেক, পানিতে টইটম্বুর নদীসমূহ – সবকিছু হিমাচল প্রদেশে দেখতে পাবেন। এটি ভারতের মাত্র নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার একটি সুপরিচিত ভ্রমণ গন্তব্য। চলুন এক নজরে জেনে নেওয়া যাক হিমাচল প্রদেশের কয়েকটি দর্শনীয় স্থানের সম্পর্কে।