যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ দিয়ে কলকাতার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে এবার হিন্দিতে ডাবিং করা হয়েছে শাকিব খান অভিনীত একটি ছবিটি।
গতকাল সোমবার (৬ মার্চ) শাকিব খান অভিনীত ‘সবার উপরে তুমি’ ছবিটির হিন্দি ডাবিং প্রকাশ করা হয়েছে ইউটিউবে। আর সেটি প্রকাশ করেছে স্থানীয় অ্যাঞ্জেল ভিডিও। সেখানে শাকিবের কথাগুলো অবিকল হিন্দিতে ডাবিং করা হয়েছে।
২০০৯ সালে নির্মিত যৌথ প্রযোজনার ছবি ‘সবার উপরে তুমি’ কলকাতায় ‘আমার ভাই আমার বোন’ নামে মুক্তি পায় ২০১০ সালে। আর এবারে তা ইউটিউবে মুক্তি পেল ‘হ্যালো জিন্দেগি’ নামে।
ছবিটিতে সে সময় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়া আরো ছিলেন ভিক্টর ব্যানার্জী, উজ্জ্বল, সুচরিতা, মিশা সওদাগর।
উল্লেখ্য, বর্তমানে মুক্তি অপেক্ষায় রয়েছে শাকিব খাণ অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’। এছাড়া আরো চারটি সিনেমার জন্য কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। তিনি বর্তমানে কলকাতার স্থানীয় এক তরুণ সংঘের আমন্ত্রণে স্টেজ শো পারফর্ম করতে সেখানে অবস্থান করছেন।