হঠাৎ হার্ট অ্যাটাক! সেটা হতে পারে রাস্তায়, অফিসে কিংবা বাড়িতেই ।হাসপাতালে নেওয়ার আগেই আপনার সামনের মানুষটি নির্জীব হয়ে পড়ছেন একটু একটু করে । ভাবছেন এমন পরিস্থিতিতে কী করবেন। ভয় পাবেন না। সামান্য কয়েকটি বিষয় জানা থাকলে আপনিই হয়তো বাঁচাতে পারেন কারো জীবন।
হার্ট অ্যাটাক বোঝার উপায়
হঠাৎ ঘাম দিয়ে তীব্র বুকে ব্যথা, শ্বাস কষ্ট… আর তার পরেই অচৈতন্য হয়ে পড়া এ সবই কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ।
আমাদের গলায় শ্বাসনালীর পাশেই রয়েছে ক্যারোটিড পালস বা সেন্ট্রাল পালস। প্রথমেই কম পক্ষে পাঁচ সেকেন্ড ওই পালস দেখুন। হার্ট অ্যাটাক হলে পালস পাওয়া যাবে না।
করণীয়
চিকিৎসকদের মতে, কিছু প্রাথমিক কৌশল জানা থাকলেই রোগীকে এই অবস্থা থেকে বাঁচানো সম্ভব।
আক্রান্তকে কিছুতেই ঝিমিয়ে পড়তে দেওয়া চলবে না। কথা বলে যেতে হবে তার সঙ্গে । রোগীকে ৩০-৪৫ ডিগ্রি মাথা উঁচু করে শুয়ে রাখতে হবে যাতে তার শ্বাস নিতে সুবিধা হয়। এরপর শুরু করুন রোগীর প্রাথমিক চিকিৎসা।
প্রথমে বুকে পাম্প এবং মাউথ টু মাউথ রেসপিরেশন করুন। দুটো হাতের তালু ইন্টারলক করে ঠিক বুকের মাঝখানে পাম্প করুন। আর অবশ্যই পুরো শরীরের চাপ দিয়ে পাম্প করবেন।
১৬-১৮ সেকেন্ডের মধ্যে ৩০ বার পাম্প করুন। এর পর মাউথ টু মাউথ রেসপিরেশন করুন। এই সময় রোগীর নাক বন্ধ রাখুন এবং থুতনি উঁচু করে ধরে রাখুন। এই ভাবে দু’বার মাউথ টু মাউথ রেসপিরেশন করুন। এর পর আবার বুকে পাম্প করুন। এই পুরো সাইকেলটা করতে হবে কম পক্ষে পাঁচবার ।