ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরুর আগে মেনিনগোকাল টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে। এই টিকা মূলত একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ, যেটি প্রথামে মাথায় এবং মেরুদণ্ডে ব্যাথা অনুভব করার সাথে সাথে রোগীর ধমনীর দেয়ালগুলো ক্ষয় করে এবং ত্বক এবং শরীরের অন্যান্য প্রত্যঙ্গ থেকে রক্তপাত হওয়া শুরু করে।
হজের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লির আগমন ঘটে, তাই এই সময়ে রোগটির ব্যাপটক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের ৯০% টিকার ডোজ গ্রহণ করেছেন, এবং বাকি যাত্রীদেরকে হজ শুরুর আগেই টিকা নিতে অনুরোধ করা হয়েছে। এই টিকা শুধু আপনাকে নয়, আপনার আশপাশের লোকজনকেও সুরক্ষা দেবে।
ইসলামের প্রধান ৫টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। এই ধর্মের বিধান অনুযায়ী, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ (আবশ্যিক)।