Home লাইফস্টাইল স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে ঘরবাড়িকে মুক্ত রাখার উপায়

স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে ঘরবাড়িকে মুক্ত রাখার উপায়

বর্ষা অনেকের কাছে উপভোগ্য হলেও বর্ষায় বাসার দেয়াল বা জিনিসপত্র যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায় আর তাতে যদি ছাতা পড়ে যায় তাহলে সেসবের কাছাকাছি বাস করা আপনার ও আপনার পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এর ফলে শ্বাসনালীতে সমস্যা যেমন, শ্বাসনালীর প্রদাহ, অ্যালার্জি, বা শ্বাসকষ্টও হতে পারে। এছাড়াও দীর্ঘ সময় এরকম কোনো জায়গায় বসবাস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দিতে পারে বহু গুণে।

ঘরবাড়ি স্যাঁতস্যাঁতে হওয়া বা ছাতা পড়ার কারণ

বর্ষাকালে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ঘরবাড়ি স্যাঁতস্যাঁতে হওয়ার অন্যতম কারণ। অতিরিক্ত বৃষ্টিপাত, রোদের অভাব, পাইপ ফেটে বা চুইয়ে পানি পড়ার কারণে ঘরের দেয়াল বা ছাদে ছত্রাক জন্মে। শুধু পুরনো বাড়িতেই নয়, নতুন বাড়িতেও ছত্রাকের উপস্থিতি দেখা যায়।

এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়

 • বয়স্ক ব্যক্তি
 • শিশু
 • যাদের ত্বকের সমস্যা আছে
 • যাদের অ্যালার্জি বা শ্বাসকষ্ট আছে
 • যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম

এটা আমাদের যেভাবে ক্ষতি করে

স্যাতস্যাতে শেওলা বা ছাতা থেকে উৎপন্ন হয় অ্যালার্জি উদ্রেগকারী অ্যালার্জেন আর সাথে বেশ কিছু ক্ষতিকর বিষাক্ত পদার্থ। এগুলোর ভেতরে থাকা স্পোর বা বীজ গুটি শ্বাস-প্রশ্বাসের সাথে শরীরে ঢুকে অ্যালার্জির সৃষ্টি করে, যার কারণে নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখ লাল হয়ে যাওয়া, ত্বকে র্যাশ শ্বাসকষ্ট দেখা দেয়।

করণীয়

 • হাতে প্লাস্টিকের দস্তানা পড়ে আর নাকে মুখে মাস্ক পড়ে জানালা খোলা থাকা অবস্থায় দেয়াল পরিষ্কার করুন।
 • সাবান পানিতে কাপড় ভিজিয়ে ভালোভাবে ছত্রাক আক্রান্ত দেয়াল মুছে ফেলুন। কেননা ঝাড়ু দিয়ে ঝাড়লে এর স্পোর বা বীজ গুটি অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে।
 • এরপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে দেয়াল মুছে নিয়ে ফ্যান চালু করে শুকানোর ব্যবস্থা করুন।
 • শুধু আক্রান্ত জায়গা নয়, সম্ভব হলে পুরো ঘরই একবারে পরিষ্কার করে ফেললে ভালো হয়।
 • পরিষ্কার করার জন্য ব্যবহৃত কাপড়টি ফেলে দিন।

ছত্রাক থেকে পরিত্রাণের উপায়

 • বৃষ্টির পানি যেন ছাদে জমে না থাকে তার ব্যবস্থা করতে হবে।
 • বাথরুমের দেয়াল ও মেঝে সবসময় শুকনো রাখতে হবে।
 • ঘরবাড়ি সব সময় পরিষ্কার রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোথাও পানি  জমে না থাকে, আর সব ঘরে যেন পর্যাপ্ত বাতাস ঢোকে।
 • শোবার ঘরের জানালা প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিটের জন্য খোলা রেখে আলো বাতাস প্রবেশ করাতে হবে। আর এ সময় ফ্যান চালু রাখতে হবে।
 • রান্নাঘর এবং বাথরুমে একজস্ট ফ্যান ব্যাবহার করুন।
 • কাপড় ধোয়ার পর ভেজা অবস্থায় বেশীক্ষণ রেখে দেয়া যাবে না।