Home জাতীয় ১০ বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

১০ বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

১০ বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বলঅবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (১৫ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এবার মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনজনকে, বিজ্ঞান, চিকিৎসা, সংস্কৃতি ও খেলাধুলায় একজন করে এবং সমাজকল্যাণে তিনজনকে পুরস্কৃত করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: কাজী আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর), এবং শহীদ মুক্তিযোদ্ধা আবু নাঈম মোঃ নজিব উদ্দিন খান খুররম (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তি: মোবারক আহমেদ খান। ঔষধঃ ডাঃ হরিশংকর দাস। সংস্কৃতি : মোহাম্মদ রফিকুজ্জামান। খেলাধুলা: ফিরোজা খাতুন। সমাজকল্যাণ: অরন্ন চিরান, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়দুল্লাহ বাকী, এবং এস এম আব্রাহাম লিংকন। বাংলাদেশ ১৯৭৭ সালে এই পুরস্কার প্রবর্তন করে। বিজয়ীদের ৫ লাখ টাকা, একটি ৫০ গ্রাম ১৮-ক্যারেট স্বর্ণপদক, পুরস্কারের একটি প্রতিরূপ এবং একটি প্রশংসাপত্র দেওয়া হয়।