নাম তার রাহা কাপুর! বয়স সবে দেড় বছর এরমধ্যেই বলিউডের সব থেকে ধনী তারকা সন্তানের তকমা পেয়ে গেছে।রণবীর কাপুর এবং আলিয়া ভাট তাদের নতুন বাড়ির নাম রাখবেন, তাদের মেয়ে রাহার নামে বাড়িটির দাম দাঁড়াবে ২৫০ কোটি টাকারও বেশি।কাজ প্রায় শেষর দিকে খুব শিগগিরই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন তারা। মুম্বাই শহরে চারটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও লন্ডনে একটি বাড়ি রয়েছে অভিনেত্রীর। কে জানে এসব সম্পত্তি বা এদের কোনো একটিও মেয়ে রাহার নামে!